আমাদের চেষ্টা, মেহনতের, উসিলায় এদেশের মজলুম বঞ্চিত শ্রমিকদের অধিকার খুঁজে একদিন পাবে ইনশাআল্লাহ। ১৭মে শনিবার নোয়াখালী টাওয়ারে ইসলামী হকার্স শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ এসব কথা বলেন।
ইসলামী হকার্স শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহা হারুন অর রশিদ ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির হকার্স বিষয়ক সম্পাদক মুহা.ইমাম হোসেন ভূঁইয়া। এ সময় বক্তারা ইসলামী হকার্স শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর ১০ দফ দাবি তুলে ধরেন ১.পূর্ণবাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করতে হবে
২. হকার ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালা গ্রহণ করতে হবে ৩. হকার স্ব স্ব থানা অনুযায়ী পূর্ণবাসন করতে হবে ৪.হকারদের উপর জুলুম নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ করতে হবে ৫. হকারদের উপর চাঁদার পরিবর্তে ট্যাক্সের অন্তর্ভুক্ত করতে হবে ৬. হকারদের পূর্ণবাসনের জন্য পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে ৭. হকারদের তালিকা করে সরকারি ভাবে তাদের আইডি কার্ড প্রদান করতে হবে ৮. হকারদের জন্য রেসনিং পদ্ধতি চালু করতে হবে ৯. হকারের ছেলে মেয়েদের লেখাপড়া এবং চিকিৎসা খরচ অর্ধেক করতে হবে ১০. হকারদের রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দিতে হবে।
২. হকার ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালা গ্রহণ করতে হবে ৩. হকার স্ব স্ব থানা অনুযায়ী পূর্ণবাসন করতে হবে ৪.হকারদের উপর জুলুম নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ করতে হবে ৫. হকারদের উপর চাঁদার পরিবর্তে ট্যাক্সের অন্তর্ভুক্ত করতে হবে ৬. হকারদের পূর্ণবাসনের জন্য পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে ৭. হকারদের তালিকা করে সরকারি ভাবে তাদের আইডি কার্ড প্রদান করতে হবে ৮. হকারদের জন্য রেসনিং পদ্ধতি চালু করতে হবে ৯. হকারের ছেলে মেয়েদের লেখাপড়া এবং চিকিৎসা খরচ অর্ধেক করতে হবে ১০. হকারদের রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দিতে হবে।