বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান আলোচনায় ন্যাটো জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ব্যস্ততার কারণে আপাতত এশিয়া সফর স্থগিত করেছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ আগস্ট ঢাকায় আসার কথা ছিল মেলোনির। দুই দিনের এ সফরে তার মেয়েও সঙ্গে আসার কথা ছিল। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল।
কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ দিয়ে শুরু হয়ে সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করার কথা ছিল মেলোনির। তবে ইউক্রেন যুদ্ধকে ঘিরে পশ্চিমা জোটের আলোচনায় ব্যস্ত থাকায় সফর বাতিল করেছেন তিনি।
সকাল প্রতিদিন ডেস্ক: 









