ঢাকাসোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

আসামী ধরতে গিয়ে মহিলার বটির কোপে আহত ৩ পুলিশ সদস্য আহত

Sokal Pratidin
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ( জিহাদ হোসেন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরার অ্যাপোলো গেইটের পাশে ৪৯২/২০ ভবনে আসামি ধরতে গেলে এআ ঘটনা ঘটে। এসময় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত ফোর্স নিয়ে ওই তাহেরা ইসলাম নামের ওই নারী এবং একাধিক বিয়ে করা স্বামী রায়সুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।এঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন- ইন্সপেক্টর মাছুম, এসআই রাসেল এবং এএসআই আমির আফজাল।এ তথ্য বাংলাভিশনকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি আবুল বাশার মুহাম্মদ আসাদুজ্জামান।তিনি বলেন, ছিদ্দিকুর রহমানের ছেলে রায়সুল ইমলাম তিন বিয়ে করেও তথ্যটি গোপন রেখে চতুর্থ বিয়ে করেছেন একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে। ওই পরিবার বিয়ের পর তার আগের তিন বিয়ের তথ্য জানার পর বাড্ডা থানায় মামলা করেন। ওই মামলায় আসামি ধরতে গেলে বাড্ডা থানা পুলিশকে অপারেশনে সহযোগিতা করতে যান ভাটারা থানার পুলিশ। মামলা বাড্ডা থানায় হলেও আসামিরা থাকেন ভাটারা থানা এলাকায়। কিন্তু আসামি ধরতে গেলে আসামি তাহেরা ও রায়সুল পুলিশের উপর হামলা করে। এঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।তিনি আরও বলেন, হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাহেরা ও রায়সুলকে গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।