ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন ফসলিজমি হুমকির মুখে

Sokal Pratidin
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আশিকুর রহমান,আজমিরীগঞ্জ প্রতিনিধি।হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইরে দীর্ঘ দিন ধরে চলছে, ড্রেজার মেশিনের তান্ডব। খেলার মাঠ ও ফসলি জমি করা হচ্ছে বিনষ্ট। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ ব্যাপি কাকাইলছেও ইউনিয়নের ১ নং ওয়ার্ড ঘরদাইর, রমনিপুর গ্রামের মৃতঃ বাইজিদ মিয়ার পুত্র সাবেক মেম্বার মোঃ শামীম মিয়া (৪৩) আডদ্দা বিল কৃষি জমির শ্রেনী পরিবর্তন করে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছেন । প্রায় ১ একর কৃষি ও ফসলি জমি বিনষ্ট করে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে বালু দিয়ে ভিট ভরাট করা হচ্ছে ।স্থানীয় বাসিন্দারা জানায়,আদড্ডা বিলের প্রায় তিন খের কৃষি ও ফসলি জমি খনন করে ড্রেজার মেশিনের মাধ্যমে সাতদিন ধরে চলছে এই তান্ডব। ড্রেজার মেশিনের বসানোর কারনে অনান্য ফসলি জমি হুমকির মুখে। অবৈধ ভাবে বালু উত্তোলন করায় বিভিন্ন জায়গায় ভূমিক্ষয় ও ফাটল দেখা দিয়েছে। অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে ভিট নির্মাণ করা হচ্ছে আর কৃষি ও ফসলি জমি বিনষ্ট হচ্ছে। সরকারি কোন নির্দেশনা নেই, নেই কোন বালু মহলের ইজারা, শুধু প্রভাব ও বল দেখিয়ে চালাচ্ছে এই ড্রেজার মেশিন।আর এই ড্রেজার মেশিনের তান্ডব এর সাথে জড়িত আছে একটি বালুখেকো চক্র। ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করায় সাবেক মেম্বার শামীম মিয়াকে অনুমোদন বিষয়ে মুঠোফোনে জিজ্ঞেস করলে, তিনি জানান মানুষের কাছ থেকে অনুমোদন আনছি,কথা বলার সময় নেই, বলে কল কেটে দেন তিনি । আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভুমি) শফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার ড্রেজার মেশিন বন্ধ করে আসছি। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি,জানান দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।