প্রকাশের সময় :
০৩:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
১৩৭
বার পড়া হয়েছে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জুন ২০২৫) সকালে উপজেলা বিএনপি ও ছেংগারচর পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক শরিফ মাহমুদ ফেরদৌস শাহীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু’সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতলব উত্তরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমরা কোনো আপস করব না। এবার আর কোনো ধরনের ছলচাতুরি বা অনিয়ম চলবে না। আমাদের নেতা, দেশনায়ক তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন—২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন হতে হবে। দেশের ভবিষ্যৎ, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার সময় শেষ। জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক অবিস্মরণীয় নাম। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক ও সামরিক জীবন, সাহসিকতা এবং দেশপ্রেম আজও আমাদের পথপ্রদর্শক। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন—সব ক্ষেত্রেই তাঁর অবদান জাতি চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশী জাতীয়তাবাদের মহান স্থপতি। তাঁর সাহসিকতা, রাষ্ট্রনায়কোচিত দূরদর্শিতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা আজও আমাদের প্রেরণা জোগায়।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।