ঢাকাশুক্রবার , ১২ মে ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

অভিমানে ঘরছাড়া তিন ছত্রীকে উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ

মো: সাদ্দাম হোসেন মুন্না খান
মে ১২, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক।
অভিমানে ঘর পালানো তিন কিশোরী ছাত্রীকে উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল ৩ টায় ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর মোড় একটি যাত্রীবাহী বাস থেকে তাদের উদ্ধার করা হয়। মা বাবার সাথে অভিমান করে তিন কিশোরী গত ৮ মে সকালে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকা থেকে ঘর ছেড়ে পালিয়েছিল।তারা হলো- কুমিল্লার নাঙ্গলকোট থানার কইরাম এলাকার লোকমান হোসেনের মেয়ে আষ্টম শ্রেণির ছাত্রী তামাননা আক্তার (১৬), একই জেলার চান্দিনা থানার কঙ্গোয় মোহনপুর এলাকার মো: শফিউল্লাহর মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাত আক্তার( ১৩) ও  লাকসাম থানার হারাখাল এলাকার মো: সোহাগ মিয়ার মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী সাদিয়া জাহান সুবর্ণা (১৩)।কাঁচপুর হাইওয়ে থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম জানান, চট্টগ্রামের আকবর শাহ থানায় করা একটি জিডির সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ফোর্সসহ গলফ-৭ ডিউটি করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনপি পরিবহনে তল্লাশী চালিয়ে তাদের উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে কিশোরীরা জানায়, পিতা-মাতার সঙ্গে ঝগড়া করে তারা অভিমানে ঘর ছেড়ে প্রথমে তারা কুমিল্লার খাটিহাতা শেরপুর ও পরে সিলেট গিয়ে হযরত শাহ জালাল (র:) এর  মাজারে গিয়ে দুই রাত থাকেন। সেখান থেকে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়।কাঁচপুর হাইওয়ে থানার টিআই ইব্রাহীম জানান, উদ্ধারকৃত তিন কিশোরীকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য জিডি তদন্ত কর্মকর্তা আকবর শাহ থানার এস আই সুজনকে অবগত করা হয়েছে। তাদের হস্তান্তর আইনগত প্রক্রিয়াধিন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।